১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা ববি শিক্ষক সমিতির

ববি প্রতিনিধি: প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৩:২৮ পিএম

অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আগামী ১লা জুলাই (সোমবার) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। এসময় ক্লাস, পরীক্ষা সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

রোববার (৩০ জুন ) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার পর এ ঘোষণা দেয় ববি শিক্ষক সমিতি ।

এ সময় ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল  বাতেন চৌধুরী বলেন, আগামীকাল থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতি। আমাদের ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবকিছু বন্ধ থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

বিআরইউ