কোটা বিরোধী আন্দোলন

সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৪:০১ পিএম

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানজটে অচল হয়ে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকা।

রোববার (৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে সায়েন্সল্যব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত থেকে সায়েন্সল্যবমুখী সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যবমুখী সড়ক, ধানমন্ডি থেকে সায়েন্সল্যবমুখী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসব সড়কে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ অনেকেই ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকা পড়েছেন।

মৌমিতা বাসচালক মামুন বলেন, কিছুই জানি না। গাড়ি নিয়ে সায়েন্সল্যাব আসতে দেখি রাস্তা বন্ধ। এখানেই প্রায় এক ঘণ্টা দাঁড়ায়ে আছি। কখন ছাড়বে জানি না।

পরিবারসহ প্রাইভেটকারে শ্যামলী যাচ্ছিলেন সুরাইয়া বেগম। যানজটে তিনিও আটকা পড়েছেন। সুরাইয়া বলেন, বাচ্চাদের দিয়ে শ্যামলী আত্মীয়ের বাসায় যাচ্ছি, মাঝ রাস্তায় আটকা পড়লাম। সামনে পেছনে কোথাও যেতে পারছি না। ভোগান্তিতে পড়ে গেলাম।

এছাড়া যানজট থাকায় অনেককেই বাস থেকে নেমে হেঁটে রাস্তা পারাপার হতে দেখা গেছে।

আরএস