পাবিপ্রবি শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি পালন

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৫:১৬ পিএম

আবারো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি চলমান রাখতে মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।

এ সময় সেখানে অবস্থানরত ছাত্ররা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের কারণে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শিক্ষার্থীদের একজন বলেন, এই বাংলাদেশে বৈষম্যের বলে কিছু থাকবে না। সব মিলিয়ে ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা কোটা বাতিল নয়, কোটা সংস্কার চাই। আরও চাই কোটা থাক তবে সব মিলিয়ে ৩ থেকে সর্বোচ্চ ৫ ভাগ হোক। 
আজকে উচ্চ আদালত যে রায় হয়েছে আমরা সেটা মানি না। আমাদের আন্দোলন আদালতের সঙ্গে নয়। আমরা নির্বাহী বিভাগ ও সংসদ থেকে কোটা সংস্কারের আদেশ চাই। তা না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে আন্দোলন করে যাবো।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, শিক্ষার্থীদের আন্দোলন চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সংঘাত এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ইএইচ