এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক্সটেনশন বিল্ডিং সংলগ্ন হাবিবের ক্যান্টিনের খাবারে মিলেছে তেলাপোকা। ঘটনায় অভিযুক্ত ক্যান্টিন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাতের খাবার খেতে গিয়ে হলের এক শিক্ষার্থী তার জন্য পরিবেশিত খাবারে তেলাপোকা পান।
বিষয়টি নিয়ে হলের সায়েদ মাহমুদ নামের এক শিক্ষার্থী ছবিসহ ফেসবুকে পোস্ট করলে বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর জানতে পেরে তাৎক্ষণিক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে ক্যান্টিন মালিক হাবিবকে জরিমানা করেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম বলেন, আমি অভিযোগ শুনে ক্যান্টিন মালিক ও সকল স্টাফদের জড়ো করি। অভিযোগকারী শিক্ষার্থীদের কথা শুনে ক্যান্টিন মালিক হাবিবকে ১০ হাজার টাকা জরিমানা করি। এছাড়াও ক্যান্টিন মালিককে হুশিয়ারি দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে সে মানসম্মত খাবার পরিবেশন করে।
ইএইচ