সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বিকাল ৩টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরির কাছে ওই স্মারকলিপি হস্তান্তর করেন।
এর আগে, সকাল ১১টার দিকে মুক্তমঞ্চের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মুক্তমঞ্চ থেকে গণ পদযাত্রা ও বিক্ষোভ মিছিল শুরু হয়।
শিক্ষার্থীরা মুক্তমঞ্চ থেকে মিছিল নিয়ে কে. আর মার্কেট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সামনে দিয়ে পদযাত্রা করে আব্দুল জব্বার মোড়ে সমবেত হন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর তারা জেলা প্রশাসন প্রাঙ্গণে আসে এবং জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ইএইচ