প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ববি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৯:৫৯ এএম

সরকারি চাকরিতে অযৌক্তিক কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। প্রায় একঘণ্টা এ বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হল থেকে প্রথমে এ বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় ছাত্রী হলগুলোতে বিক্ষোভ করতে দেখা গেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে থেকে মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উপাচার্য ভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করতে দেখা যায় তাদের। পরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মিছিল নিয়ে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমাদের অধিকার চাইলাম আর আমাদের রাজাকার বানিয়ে দেওয়া হল। বাংলাদেশে কি ৯৯%মানুষ রাজাকার। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমাদেরকে ও আমাদের আন্দোলনকে অবমাননা করা হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা তুমি কে, আমি কে রাজাকার, রাজাকার, অলিতে গলিতে রাজাকার রাজাকার। কোটা না মেধা, মেধা মেধা। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। রাজপথে পুলিশ কেনো, জবাব চাই জবাব চাইসহ নানা স্লোগান দেন।

ইএইচ