প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০১:০৬ পিএম

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কোটা নিতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে অবস্থান নিতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মো. মাহিন জানান, আজকে আমাদের আন্দোলন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে অতিদ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাস করতে হবে।

কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। এসময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের স্লোগান দিতে থাকেন।

এদিকে রাজধানীর অন্য এলাকার সড়কেও তারা অবস্থান নিতে শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে।

ইএইচ