কোটা সংস্কার আন্দোলন

গেটের তালা ভেঙে বের হয়েছেন ছাত্রীরা, স্লোগানে মুখর ইডেন কলেজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০২:২৮ পিএম

কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার ও সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গেটের তালা ভেঙে বের হয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর দেড়টার দিকে কলেজের আবাসিক এলাকা সংলগ্ন ফটকের তালা ভেঙে বের হয়ে আসেন তারা।

ইডেন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রাত থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি পালনে বাধা দিয়ে আসছিলেন হল ছাত্রলীগের নেত্রীরা। রাতে একপর্যায়ে তাদের বাধা উপেক্ষা করেই বাইরে আন্দোলনে বের হন শিক্ষার্থীরা। আজও সকাল থেকে প্রতিটি হলের নিচে তালা মেরে শিক্ষার্থীদের বাইরে বের হতে দিচ্ছিলেন না। এ সময় সবাই সম্মিলিতভাবে গেট খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও মূল ফটকে তখন তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

ইএইচ