প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়েছে কোটাবিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগ কর্মীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই বিক্ষোভ সমাবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। নিজেদের দাবির পক্ষে স্লোগান, প্রতিবাদী গান ও কবিতায় কর্মসূচি চালিয়ে যান তারা।
ছাত্রলীগ একই জায়গায় বিকাল ৩টায় সমাবেশ করার ঘোষণা দিলেও কোটাবিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হন মধুর ক্যান্টিনে।
এরমধ্যেই বিকাল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং মাস্টারদা সূর্যসেন হলের কাছে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়।
এরপর আন্দোলনকারীদের একটি অংশ লাঠিসোঁটা নিয়ে মল চত্বরে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেন বিজয় একাত্তর ও সূর্যসেন হলের ভেতরে।
ইএইচ