আত্মরক্ষায় মরিচের স্প্রে হাতে নিয়ে মাঠে নারী শিক্ষার্থীরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১০:৪৪ পিএম

কোটা সংস্কারের দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনে নিজেদের আত্মরক্ষায় হাতে গুড়া মরিচের স্প্রে নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দৃশ্য দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, আত্মরক্ষার জন্য মরিচের স্প্রে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, হামলাকারীরা আমাদের নারীদের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। সেইসঙ্গে আহত শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে যাওয়ার সময় আমাদের গায়ে হাত দিয়েছে তারা। এজন্য আমরা আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন করছি।

এদিকে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার বিভিন্ন স্থানে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হামলা চালায়। এতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ বাঁধে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য এলাকায়। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। 

ইএইচ