রোকেয়া হল থেকে হল ছাত্রলীগ সভাপতিসহ নয়জনকে হলছাড়া

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ১১:১৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে হল ছাত্রলীগের সভাপতিসহ নয়জনকে বের করে দিয়েছে সাধারণ ছাত্রীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে হলে এই ঘটনার সূত্রপাত হয়। ছাত্রলীগের নেত্রীরা হলে প্রবেশ করতে চাইলে ক্ষীপ্ত থাকা ছাত্রীরা বের হয়ে যেতে বললে তর্কাতর্কি শুরু হয়। পরবর্তীতে সব ছাত্রীরা লাঠিসোঁটা নিয়ে নীচে নেমে এসে তাদের ধাওয়া করে।

হাউজ টিউটররা তাদের বাঁচানোর চেষ্টা করে কিন্তু রাত ১২টার দিকে তাদের মারধর করে বের করে দেয় ছাত্রীরা।

হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ মোট ৯ জনকে বের করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ সময় শিক্ষার্থীরা ‍‍`খুনি,খুনি‍‍`, ‍‍`ভুয়া, ভুয়া‍‍` স্লোগান দিতে থাকেন।

বিআরইউ