সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল আন্দোলকারীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৪:৫২ পিএম

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে সরকার। শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই এ আলোচনা হবে। কিন্তু আলোচনার প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার বিকালে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন।

এর আগে, আইনমন্ত্রী জানায় এ আলোচনা সমন্বয় করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, রক্ত মাড়িয়ে সংলাপ নয়।

সমন্বয়কদের আরেকজন সারজিস আলম জানান, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে?

ইএইচ