নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তন স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০১:০১ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তন স্থগিত হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন কোর্সে ড্রপ করার সময়সীমাও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ এবং নতুন তারিখ জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন ২৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে না। রাষ্ট্রপতির সদয় সম্মতিক্রমে সমাবর্তনের নতুন তারিখ কর্তৃপক্ষ যথাসময়ে জানিয়ে দেবে।

এতে আরও বলা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ‘ফুল রিফান্ড’সহ ‘কোর্স ড্রপ’ করার সময়সীমা আগামী ৮ আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে।

বিআরইউ