নোবিপ্রবি প্রশাসনের সহায়তায় আন্দোলনে আটক শিক্ষার্থীর মুক্তি

নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৬:০১ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান কর্মসূচি থেকে আটক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় থানা থেকে মুক্ত করে আনা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ঐ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আনিসুজ্জামান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আনিসুজ্জামান বলেন, আমরা গতকাল জানতে পারি আমাদের এক শিক্ষার্থীকে লক্ষীপুর থেকে আটক করা হয়েছে। তা জানা মাত্রই আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আজকে তাকে মুক্ত করতে সক্ষম হয়েছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে যদি নিরপরাধ কোন শিক্ষার্থী হয়রানির শিকার হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমাদের কোন শিক্ষার্থীর সাথে এমন কোন ঘটনার ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানানোর অনুরোধ রইলো।

ইএইচ