মাভাবিপ্রবিতে ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিক্ষোভ

মাভাবিপ্রবি সংবাদদাতা: প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১০:৫২ এএম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২ টা থেকে এই বিক্ষোভের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা হলগুলো খুলে দেয়ার দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন।

বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা   তাদের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় প্রধান ফটক তালাবদ্ধ ছিল। পরে শিক্ষার্থীরা ফটকের সামনেই বিভিন্ন উত্তাল শ্লোগানে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হঠাৎই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করায় ক্যাম্পাস এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পরে তারা আবাসিক হলগুলোর তালা খুলে দেওয়ার দাবি জানিয়ে ক্যাম্পাসে প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ শুরু করে। এ দাবিতে তারা প্রক্টরকে স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণের শিকার হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের নিরাপত্তা হীনতায় ভুগতে হচ্ছে। এজন্য তারা তাদের নিরাপদস্থল বিশ্ববিদ্যালয়ের হলে ফিরতে চায়। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের হল খুলের দেয়ার দাবি জানানো হয়। দাবি না মানলে তারা বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করার জন্য কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

বিআরইউ