বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১টায় ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের নীচ তলায় সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় তারা জানান, বর্তমান ভিসি এবং প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ থাকলে সবসময় আওয়ামী লীগ সরকারের তাঁবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি।
এই ভিসি এবং প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘাড়ে চেপে থাকবে ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে না।
সমাবেশে তাদের দুজনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা।
ইএইচ