ছাত্রলীগ নেতাকে ভুয়া সনদ প্রদান, বিভাগ থেকে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদের অপসারণের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং বিভাগের কার্যালয়ে ৫ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দেন বিভাগের শিক্ষার্থীরা।
গণমাধ্যমে পাঠানো অভিযোগপত্র ও সরেজমিনে এসব তথ্য জানা গেছে।
অভিযোগপত্রের শেষে বেশিকিছু প্রমাণাদি আছে। বিভাগের স্নাতক পর্যায়ের ২০৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৯২ জন শিক্ষার্থী অভিযোগপত্রের সংযুক্তিতে স্বাক্ষর করেছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে এই শিক্ষকের অপসারণ চেয়ে একটি ব্যানার সাঁটিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মুসতাক আহমেদের মুঠোফোনে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানের দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়ার সময় তিনি শিক্ষার্থীদের বলেন, `অভিযোগটি গ্রহণ করা হলো। নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে অভিযোগটি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হবে। এ বিষয়ে বিভাগ সর্বাত্মক সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।`
ইএইচ