জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক রবিউল ও সদস্য সচিব সুলাইমান

জবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৪:৪৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম রিপন এবং একই ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সুলাইমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী (মাহাদি হাসান জুয়েল ও উপদেষ্টা মো. খাইরুল ইসলাম, নূর নবি নীরব) ৩ মাসের জন্য ২৪ সদস্যদের এই কমিটির অনুমোদন করেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জহিরুল ইসলাম সোহাগ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান জিসান, ফাতেমা তুজ জহুরা ইমু, আদনান মাহমুদ সৈকত, মো. ফরহাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলী আজগর, আসাদুজ্জামান রিমন, মো. জিহাদ, মেহেদি হাসান মিরাজ, মেহেরাব হোসাইন অপি, একেএম আব্দুল্লাহ, আতাউল্লাহ আহাদ, ছন্দা দাস, আমিরুল ইসলাম রোকন, খাদিজা আক্তার আশাকেওমনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান নাঈম, রাকিব হোসাইন, রেজাউল করিম সাগর, মুহাম্মদ তানভীর, আল আমিন রায়হান, আফরিন সাদিয়া।

এর আগে, উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ইএইচ