পবিপ্রবিতে মুক্ত প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতা

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৭:৪২ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ব্যাটল অফ ওয়ার্ডস ২.০’ নামক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্পোর্টস ২৪৭ এর সহযোগিতায় প্রথমবার মুক্ত প্রাঙ্গণে ও দ্বিতীয়বারের মতো ভিন্নধর্মী আয়োজন করেছেন পবিপ্রবি ক্যারিয়ার ক্লাব।

শুক্রবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ ও ব্যবসায় প্রশাসন অনুষদের কক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসব ড. মো. জিল্লুর রহমান খান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন এর চেয়ারম্যান একেএম সোয়াইবসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় ১ম রাউন্ডে বিভিন্ন অনুষদের মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। ১ম রাউন্ডে নক আউট পর্বে ১৬টি দল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে (২য় রাউন্ডে) অংশগ্রহণ করবেন।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন এর চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

ইএইচ