পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সেন্টারের উদ্যোগে অফিস সহকারীদের নিয়ে দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।
আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আইকিউএসি সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটুর সঞ্চালনায় কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
ইএইচ