রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদে সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় বর্ষ পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
এতে ‘আইন বিভাগ’ এবং ‘আইন ও ভূমি প্রশাসন’ বিভাগের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। দুই বিভাগের দুই শিক্ষাবর্ষ থেকে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে মিলে ৪০ জন শিক্ষার্থী অনশনে বসেন। দাবি আদায় না পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহবুব হাসান বলেন, আইন অনুষদের উপর আগের প্রশাসন জোর করে সেমিস্টার পদ্ধতি চাপিয়ে দিয়েছে। আমাদের অনেক বড় একটা পাঠ্যসূচি। সেটা পড়াশোনা করার জন্য সেমিস্টারের তিন-চার মাস যথেষ্ট সময় না। এছাড়া আমাদের সেমিস্টারে যাওয়ার জন্য যথেষ্ট শিক্ষক, অবকাঠামো প্রয়োজন। যেটা আমাদের নেই এজন্য সেমিস্টার থেকে বর্ষ পদ্ধতিতে ফিরতে চাচ্ছি। এই দাবি আদায়ের জন্য আজ থেকে আমরা আমরণ অনশনে বসছি। যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে অনশন চালিয়ে যাবো।
আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আরমান বলেন, সেমিস্টার থেকে বর্ষপদ্ধতিতে ফেরার দাবিতে প্রথম থেকেই আমরা বৈধ উপায়ে এগিয়েছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি। বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে উঠবে বলে তাঁরা আমাদের আশ্বস্ত করেন। পরে সেখানে অন্য বিভাগের শিক্ষকদের অসম্মতিতে এই দাবি প্রত্যাখ্যান করা হয়। এর পরে আমরা আবার আন্দোলন করি এবং উপাচার্যের সাথে কথা বলি। কিন্তু এখনো দাবির বিষয়ে কিছু জানানো হয়নি। আমাদের দাবি না মানা হলে অনশন কর্মসূচি চালিয়ে যাবো।
ইএইচ