ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

ইবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৪:০৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৪ পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ আয়োজন করেন।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয়।

র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ সহ আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড শেলীনা নাসরীন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড মো জাকির হোসেন। এছাড়া বিবাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ  বিভাগের দু’শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৪ এর আয়োজন করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস দেশব্যাপী জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একাউন্টিং খুবই জরুরি। এজন্যই আমাদের এই উৎসব।

উল্লেখ্য, একাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে এ দিবসটি উদ্‌যাপিত হয়।

বিআরইউ