মধ্যনগর বিপি’র শতবর্ষ অনুষ্ঠান ১০ জানুয়ারি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০১:৪৭ পিএম

সুনামগঞ্জ জেলার হাওরের রাজধানী মধ্যনগর।উপজেলাটি চারটি ইউনিয়নের দেড় লক্ষাধিক লোকজনের বসবাস। উপজেলা সদরে একমাত্র শতবর্ষী বিদ্যাপীঠ "মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়" ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে খুবশিগ্রই অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত শতবর্ষের পুনর্মিলনী উৎসব।

বিগত দিনের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে শতাব্দীর ঐতিহাসিক পুনঃর্মিলনী উৎসবের প্রস্তুতিকে বিভিন্ন ভাবে স্বাগত জানাচ্ছেন সাবেক,বর্তমান শিক্ষার্থী সহ অজস্র কৃতি সন্তানগণ। শতাব্দীপূর্বে এঅঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় উন্নত জাতি গড়ার লক্ষ্যে ৪.১৯একর ভূমি দানের মাধ্যমে ১৯২০সালে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন তৎকালীন গৌরীপুরের জমিদার শ্রী‍‍`ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী। তাঁর মাতা বিশ্বেশ্বরী দেবীর নামে ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করেন।পরবর্তীতে ১৯৯৫সালে কলেজ শাখায় সংযুক্ত হয় প্রতিষ্ঠানটি।

এইশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন কর্মরত।বিগত২০২০সালে শর্তবষ পূরণ হয়।এবং তারই ধারাবাহিকতায় শতবর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে শতবর্ষ উদ্‌যাপন পরিষদ কমিটি গঠন করা হয়।যার আহ্বায়ক প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস ও সদস্য সচিব অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।

শতবর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন,বিদ্যালয় চত্বরেই শতবর্ষ অনুষ্ঠান পালন করা প্রস্তুতি চলছে।এরমধ্যে দিনভর কর্মসূচির অংশে থাকবে জাতীয় সঙ্গীত,বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান,ম্যাগাজিন,সম্মাননা স্মারক,প্রতিষ্ঠান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা ও আলোকসজ্জার মধ্যদিয়ে অনুষ্ঠান সাজানোর প্রস্তুতি চলছে।এনিয়ে একাধিক বসা হয়েছে আরো বসা হবে।

এই মহান শতবর্ষ অনুষ্ঠান সম্পাদন করতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের সহায়তা প্রয়োজন।তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনার আমার সকলের এই মধ্যনগর উপজেলাবাসীর শতবর্ষী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা রেখে শতবর্ষ অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে সহায়তার অনুরোধ জানান।


বিআরইউ