বাকৃবি শিক্ষার্থীদের সমাবর্তনের অপেক্ষা ছাড়াই মিলবে সনদপত্র

বাকৃবি প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ১১:৫৮ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা মূল সনদপত্র হাতে পাবেন। এর ফলে সমাবর্তনের দীর্ঘ অপেক্ষা আর বাধা হয়ে দাঁড়াবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

এতদিন শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পরও মূল সনদপত্র পেতে সমাবর্তনের জন্য অপেক্ষা করতে হতো, যা অনেক সময় পড়াশোনা, চাকরি বা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। চাকরির আবেদনের সময় সনদপত্র না পাওয়ার কারণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সুযোগ হারাতেন।

শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগ তাদের ক্যারিয়ার পরিকল্পনা সহজ করবে। অনেক শিক্ষার্থী মূল সনদপত্র না পাওয়ার কারণে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিংবা সরকারি চাকরির আবেদন জমা দিতে সমস্যায় পড়তেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘মূল সনদ তুলতে শিক্ষার্থীদের আগে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের চাকরি-বাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে মূল সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের সময় যাতে কোনোভাবেই অপচয় না হয়।’

বিআরইউ