মাভাবিপ্রবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা

মাভাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৮:৫৪ পিএম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় প্রথম অ্যাকাডেমিক ভবনের ইএসআরএম সেমিনার কক্ষে এ স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং সদস্য সচিব ছিলেন অধ্যাপক ড. দেলোয়ার জাহান মলয়।

এছাড়া অনুষ্ঠানে প্রক্টর ড. মো. ইমাম হোসেন, জাহানারা ইমাম হল প্রভোস্ট ড. মোছা. নুরজাহান খাতুন, আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. মতিউর রহমান, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. এ.কে.এম মহিউদ্দিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড.কানিজ মরিয়ম আক্তার বক্তব্য দেন।

ইএইচ