শহীদ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্রপ্রদর্শনী ও সভা

জবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:১৯ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর নতুন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. নাসির উদ্দীন ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. নাসির আহমেদ। আরো বক্তব্য দেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন।

এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ