জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসছেন তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় ব্যক্তিত্ব হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
আগামীকাল (১৮ ডিসেম্বর) ইনডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টটিয়াম (আইআরডিসি) কর্তৃক আয়োজিত এক সেমিনারের প্রধান বক্তা হিসেবে আসবেন তিনি।
সেমিনারের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলাল হোসেনের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড রইস উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড এ. সালেহ আহম্মদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আবু লায়েক।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে নয়টায় ‘সায়েন্স, টেকনোলজি এন্ড ইনোভেশন পেভিং বাংলাদেশ ফিউচার কম্পিটেটিভ ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিআরইউ