পবিপ্রবিতে অ্যাকাডেমিক কাউন্সিলের ৫৩তম সভা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:৪৫ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলর ৫৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর মো. আবদুল লতিফ।

সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দ সহ অ্যাকাডেমিক কাউন্সিলের সব সদস্য।

সভায় অ্যাকাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইএইচ