ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী।
রোববার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ইবি শাখার সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয় এবং সেক্রেটারি মনোনীত করা হয়।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিজ্ঞান সম্পাদক ডা. আবিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সেক্রেটারি ইউসুব আলী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আল্লাহ তায়ালার দেওয়া আমানত। এতো বড় আমানতের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে যেহেতু দায়িত্ব অর্পিত হয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই দায়িত্ব পালন করতে চাই। ছাত্রজনতার ২৪ এর জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের জায়গা থেকে সাধারণ ছাত্রদের প্রত্যাশিত ক্যাম্পাস গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, এই ক্যাম্পাস গড়তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সকল মতের, সকল ধর্মের এবং সকল শিক্ষার্থীদের সঙ্গে একত্রে হাতে-হাত ও কাঁধে-কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতির পূর্বে যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, এইচ আর ডি সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক ও বঙ্গবন্ধু হল সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে নব-মনোনীত সেক্রেটারি ইউসুফ আলী এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য সম্পাদক ও সহকারী এইচ আর ডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ইএইচ