গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) চতুর্থ সমাবর্তন চলতি বছর ফেব্রুয়ারি মাসে আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৪ সালে তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিলো। এর মধ্যে দিয়ে সমাবর্তনের অপেক্ষায় থাকা কয়েক হাজার গ্র্যাজুয়েটদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ২৬ বছর ইতোমধ্যে পার করলেও মাত্র ৩টি সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। এ বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চতুর্থ সমাবর্তন আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল।
এ সমাবর্তনে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং ২০১৭ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০২৪ সালের জানুয়ারি সেশনের পর যে শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে, তাদের নামও নতুন তালিকায় যুক্ত করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, `ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে আমরা সমাবর্তন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বরাবর চিঠি পাঠাবো এবং সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ড. বিজন কুমার শীলকে নির্ধারণ করা হয়েছে। তারিখ নির্ধারণের পরেই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হতে পারে এবং সম্ভব হলে সর্বশেষ যে সেশনের ফলাফল প্রকাশ হয়েছে তাদের যুক্ত করা হবে।`
তবে এখনো পর্যন্ত কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন তার নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। প্রসঙ্গত, ২০১১, ২০১৩ এবং ২০১৪ সালে অনুষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সমাবর্তন।
বিআরইউ