বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট৷
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
এ সময় উপাচার্য বলেন, খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। খেলাধুলার মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শিখতে পারি। আমাদের চারপাশে ড্রাগসহ নানা খারাপ বিষয় রয়েছে। খেলাধুলা এ সকল খারাপ বিষয় থেকে দূরে থাকতে সহায়তা করে। আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. লোকমান হোসেন।
শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, শিক্ষকমণ্ডলী, সহকারী প্রক্টর, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে ইতিহাস ও পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এবারের আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৩টি বিভাগ ও ছাত্রী ইভেন্টে ৫ টি বিভাগ অংশগ্রহণ করবে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৩টি বিভাগ ও ছাত্রী ইভেন্টে ২২ টি বিভাগ অংশগ্রহণ করবে।
এবারের আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৬ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ইএইচ