পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন বাকৃবির তিন অধ্যাপক

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:৫৮ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৩) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য এই তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনীত তিন শিক্ষাবিদ হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জহির উদ্দীন (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম (অবসরপ্রাপ্ত) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ।

এ বিষয়ে নবমনোনিত রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. জহির উদ্দীন বলেন, প্রথমত, আমি বিশ্ববিদ্যালয়ের সকলের মঙ্গল কামনা করছি এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য বর্তমানে একজন যোগ্য ভিসি রয়েছেন। আমরা আশাবাদী যে, সকলের সহযোগিতায় আমরা মনোনীত তিনজন মেধা, সময় ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করব।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়টি কোস্টাল এরিয়াতে অবস্থিত হওয়ায়, চাষাবাদের ক্ষেত্রে লবণাক্ততা একটি বড় সমস্যা, বিশেষ করে বরগুনা ও কলাপাড়া অঞ্চলে। আমরা শিক্ষার্থীদের নিয়ে এই সমস্যা সমাধান ও গবেষণা করার পরিকল্পনা করছি। আমাদের বিশ্বাস, সকলের সার্বিক সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব।

ইএইচ