ইবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস

ইবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৪:১৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচে জয়লাভ করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

এতে ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিভাগটি।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফাইনাল খেলাটি আয়োজিত হয়।

সপ্তম বারের মতো গৌরব অর্জন করে বলে জানা যায় বিভাগটি।

ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে গোল দেয় জিয়ন সরকার। ম্যাচের বাকি সময় শ্বাসরুদ্ধকর পাল্টা আক্রমণ চললেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি উভয় দল। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

ইএইচ