‘১ম বিপ্লবত্তোর বিতর্ক যুদ্ধ-২০২৫’ শিরোনামে ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ এবং রানার্স আপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
মঙ্গলবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. রইছ উদ্দিন বিতর্কের ফলাফল ঘোষণা করেন।
এর আগে ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ২৪টি দলের মধ্যে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি নাইমা আক্রান্ত রিতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. রেজাউল করিম, পিএইচডি বলেন, আমি এই অনুষ্ঠানের আরেকটা নাম দিতে চাই শিক্ষার্থীদের সফল আন্দোলনত্তোক বিতর্ক প্রতিযোগিতা। ছাত্ররা যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, বিতর্ক করে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, কথা বলতে হয়, সেখানে যদি এই ছাত্ররা থাকলে ভালো হতো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, এডিসিএল আইটির ম্যানেজিং ডিরেক্টর আদনান আল-আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ।
এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ