জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মাদ সাইফুল ইসলামের রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ জানুয়ারি) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে জবি শিক্ষক সমিতির আয়োজনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন তার বক্তব্যে বলেন, “ড. সাইফুল আমাদের পরিবারের একজন সদস্য। তার এই দুঃসময়ে আমরা আর্থিক সহায়তার পাশাপাশি মহান সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করছি। এই সংকটময় সময়ে তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের সকলের একান্ত দোয়া প্রয়োজন।”
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আরএস