যবিপ্রবিতে সায়েন্স ফেস্ট

রুহুল আমিন, যবিপ্রবি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:৫৫ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন ‘উন্নত মম শির যবিপ্রবি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী বিষয়ক প্রতিযোগিতা কোয়ান্টাম সায়েন্স ফেস্ট-২০২৫‍‍`।

এতে যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। 
বৃহস্পতিবার বেলা ১০টায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজ মাঠে এ বিজ্ঞান মেলার কার্যক্রম শুরু হয়।

এতে যশোরের ৮টি স্কুল ও মাদরাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী কুইজ ও গেমস প্রতিযোগিতায় অংশ নেন।

পরবর্তীতে ক্যারিয়ার ও স্বাস্থ্যবিষয়ক সেমিনারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যবিপ্রবির পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তানভীর আহমেদ ও আইসিটি সেলের পরিচালক ড. মো. ফরহাদ বুলবুল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা। বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে যশোরের বিভিন্নপ্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শনী, কুইজ পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।

ইএইচ