ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:২৫ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষাটি সম্পন্ন হয়।

এ সময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন আর রশিদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী লড়াই করবেন । ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৮৭ জন।

ইএইচ