ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, হলে সিট না পেয়ে বিভাগে তালা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৫৮ পিএম

পরীক্ষার দীর্ঘ এগারো মাস পেরিয়ে গেলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষ, ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশ না হওয়া এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতায় আবাসিক হলে সিট বরাদ্দ না পেয়ে দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার সকালে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা দিয়ে ৮ দফা দাবিতে বিভাগটিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিভাগকে হলের সিটের দায় নিয়ে সিটের ব্যবস্থা করার দাবি জানিয়ে আট দফা দাবিতে শিক্ষার্থীরা জানায়- বিভাগকে সেশনজটমুক্ত করতে হবে, সেমিস্টার পরীক্ষার ৩ মাসের মধ্যে ফলাফল দিতে হবে, ইনকোর্স নম্বর সেমিস্টার পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে প্রকাশ করতে হবে, রুটিন অনুযায়ী ক্লাস নিতে হবে, বিভাগকে মাদকমুক্ত করতে হবে, আগামী ১৫ দিনের মধ্যে সিলেবাস দেওয়া এবং নিয়মিত ক্লাস পরীক্ষা হচ্ছে কিনা তা পরিদর্শনের আওতায় আনতে হবে।

এ সময় ঘটনাস্থলে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে শ্রেণীকক্ষে ফেরান।

পরবর্তীতে শিক্ষার্থীরা দাবিগুলো কলা অনুষদ ডিনের বরাবর লিখিত আকারে জমা দেন।

দায় নিতে অস্বীকৃতি জানিয়ে বিভাগটির প্রধান ড. তুহিনুর রহমান বলেন- এতে আমার কিছু করার নেই। বহিস্থ শিক্ষক ফলাফল বিলম্বে দেওয়ার ফলে এ জটিলতা তৈরি হয়েছে।

ইএইচ