ইবির ইংরেজি বিভাগের মিলনমেলা ও বিদায়ী সংবর্ধনা

ইবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:১৭ পিএম

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলা ও ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের  রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলার আয়োজন করে বিভাগটি।

এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অতিথিদের আলোচনা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী নাইম চৌধুরী ও সানজিদা লাবন্য‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রাশীদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহীনুর রহমান, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া রাশেদুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান যেখানে জ্ঞান সরবরাহ করা হয়। তোমরা শুধু নির্দিষ্ট স্থানের ছাত্র না। সারা বিশ্ব থেকে তোমরা জ্ঞান আহরণ করবে। তোমরা এই চার বছরে সময়কে যথাযথ কাজে লাগাবে। ক্লাস রুমের সাথে সম্পর্ক রাখবে। ক্লাসরুম তোমার জীবনের একটি নিরাপদ স্থান, শিক্ষকরা হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে ভালো আচরণ করবে। তোমরা কঠোর সাধনা করবে কেননা কঠোর পরিশ্রম ছাড়া কেউ তার লক্ষ্যে পৌঁছতে পারে না। তোমরা শিক্ষার্থী হওয়াতে তোমাদের তিনটা কাজ work hard, study hard & study hard.

ইএইচ