ইবিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত

ইবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:১৮ পিএম

নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদমিনার সংলগ্ন সবুজ চত্বরে বাণী অর্চনা-১৪৩১ অনুষ্ঠিত হয়।

অর্চনার পর আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা উৎযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাড. সুব্রত কুমার চক্রবর্তী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়নন্দ দাস বাবাজি মহারাজ ও আই.সি.টি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।

অর্চনায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয় নাম শুনলে মনে হয় যেন, এটি কোনো সাম্প্রদায়ের লোকের আধিপত্যে, ধর্মীয় কালচার, তাদের অবাধ বিচরণ। কিন্তু এটা নয়, এই অসত্যকে প্রমাণ করে আজকের এই আনন্দঘন আয়োজন। আমরা সকল ছাত্রকে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রই মনে করি। আমরা একটা নতুন অনুষদ খুলেছি। এখানে সকল ধর্মের ছাত্রের জন্য এমন একটি সুযোগ করেছে যে ইসলামের  পাশাপাশি আধুনিক জ্ঞানের চর্চা করতে পারে। আমার পরিচয় আমি মানুষ আর সবাই আমার ভাই। কোনো সময় যেন আমাদের এটি বলা না হয়  যেন কোনো সম্প্রদায়কে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।

ইএইচ