মেরিটাইম ইউনিভার্সিটি কুইজিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাবের নেতৃত্বে নাহিয়ান-অরিত্রি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৫৭ পিএম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কুইজিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাবের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম আবু নাহিয়ান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অরিত্রি বড়ুয়া।

নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি হিসেবে সাবিহা চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে হোসাইন মোহাম্মদ ইসমাইল দায়িত্ব পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে সানজিম সাজিদ জিম, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মো. আশেক এলাহি, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইশতিয়াক হোসেন ইমন, কন্টেন্ট ও মিডিয়া ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এবং গবেষণা এবং প্রকাশনা বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ সাদ, কন্টেন্ট ও মিডিয়া ব্যবস্থাপনা সহ-সম্পাদক হিসেবে তাসনিমা ইসলাম, অ্যাডমিন এবং মানব সম্পদ সম্পাদক এবং স্পনসরশিপ ব্যবস্থাপনা ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে ফাবিয়া কবির ত্বোহা, স্পনসরশিপ ব্যবস্থাপনা সহ-সম্পাদক হিসেবে মিতবা ফাইরুজ মনজুর, অ্যাডমিন এবং মানব সম্পদ সহ-সম্পাদক হিসেবে সুমাইয়া মাহজাবীন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটোগ্রাফি সম্পাদক হিসেবে আল মুমিনুল মিয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটোগ্রাফি সহ-সম্পাদক হিসেবে রাকিবুল হুদা, মো. তৌহিদুর রহমান, ইয়ামিন আলম, মাশিয়া কাদের শিফা ও আদিলা খানম, গবেষণা এবং প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক হিসেবে তাসনিম হোসেন তাজিন, জেবা মির্জা, ওয়াশিক ইবনে হায়াত অনন্য ও মো. আব্দুল্লাহ সোওয়াদ শিকদার নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিতে ১৩ জন এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন।

এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেয়েছেন- আমিনুল ইসলাম সেজান, ফারহানা আক্তার, খালিদ হাসান, লাবিব আহমেদ, মো. ফাতিন তাজওয়ার, মো. আফিফ আবরার তাসিন, মো. মারুফ মল্লিক, মো. মুশফিক জামান শুভ, নাজিয়া ইসলাম নদী, নূর ফাতিমা হক নিশাত, নুসরাত জাহান, সাদিয়া খানম ও শাকিল রানা।

ইএইচ