জাবিতে ‍‍‘সি‍‍’ ইউনিটের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়ছেন ১২২ জন

জাবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০১:০৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‍‍‘সি‍‍’ ইউনিটের অন্তর্ভুক্ত  কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ১২২ জন।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে  কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার বরাতে জানা যায় ‍‍`সি ব ইউনিটের ৪৩৮ আসন সংখ্যার বিপরীতে আবেদন পড়েছে ৫৩৪০১ টি। অর্থাৎ আসনপ্রতি লড়ছেন ১২২ জন।

ভর্তি পরীক্ষার শেষ দিন ১৭ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

বিআরইউ