জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’ সেবা চালু করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশ। পরীক্ষার পঞ্চম দিন থেকে চলমান রয়েছে এ সেবা।
সোমবার সরেজমিনে দেখা যায়, ছাত্র ইউনিয়ন সংসদের আলিফ-ইমন অংশ যানজটের কারণে যথাসময়ে সেন্টারে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য শহীদ তাজুল বাইক সার্ভিস চালু করেছেন।
দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জরুরি মুহূর্তে বাইক সার্ভিস দিচ্ছে, যা শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাধারণ সম্পাদক ইমন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে নিজেদের সাধ্যমতো থাকার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। আমরা অভিভাবক এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্রামের জায়গা এবং পানীয়ের ব্যবস্থা করেছি। এছাড়া যানজটে আটকা পড়ে দেরিতে আসা শিক্ষার্থীদের জরুরি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য শহীদ তাজুল বাইক সার্ভিসের ব্যবস্থা করেছি।’
ইএইচ