ইবিতে ক্যারিয়ার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:৪৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে আলোচক বৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সংগঠনটির সভাপতি রনি শাহা‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, প্রক্টর ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক এবং ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা,
খাইরুলস্ বেসিক ম্যাথের লেখক মো: খাইরুল আলম,ডিএমডি,বিসিএস কনফিডেন্সের সিইও, ক্যারিয়ার ম্যাপ মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মুজাহিদুর রহমান,বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের  কুষ্টিয়া রিজিওনাল হেড শাহ মো: আবু আলমগীর সিদ্দিক। এইচ আর পারসেপশন ফাউন্ডার এবং সিইও সিরাজ উদ্দীন চৌধুরী রুবেল ও বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদী হাসান। এছাড়াও কয়েক হাজার শিক্ষার্থীরা ফেস্টে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই দরিদ্র বিশ্বে তোমাদেরকে ইংরেজি ভালোভাবে শিখতে হবে। কারণ ইংরেজি হলো দরিদ্র মানুষের ভাতের জোগাড় করে। আমি আল্লাহ রাব্বুল আলামীনের কথা "ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যূল কুওয়াতিল মাতীন" এর বিরোধী নই। আল্লাহ তো রিযিক দিবেন তবে ইংরেজি না জানলে ভালো জব পাওয়া কঠিন। তিনি আরও বলেন, তোমাদের সাবজেক্ট যাই হোক, তোমরা সব বিষয়ে পড়বে। উদাহরণ স্বরূপ তোমরা হিউম্যান রাইটস সম্পর্কে জ্ঞান অর্জন করো, পলিটিক্স সম্পর্কে জ্ঞান অর্জন করো।

আরএস