কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ, ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আবদুল্লাহ আল মামুন, জবি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:২৫ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

এসময় শিক্ষার্থীরা বলেন, বাকস্বাধীনতা হরণের নতুন কোনো কালচার আর তৈরি করতে দেয়া হবে না। একটা গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। এ সময় শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার জড়িত সকলের তদন্ত সাপেক্ষে দাবি জানান শিক্ষার্থীরা।

হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত, কিন্তু সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী চক্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। মানবাধিকার সমুন্নত রাখতে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের প্রচেষ্টার কোন বিকল্প নেই।

শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ সমাবেশে ইভান তাহসীভ বলেন, কুয়েটে শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে যে বর্বর হামলা করা হয়েছে তা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। ৫-ই আগস্টের পর ক্যাম্পাসে এরকম পরিস্থিতি তৈরি হতে দিতে পারি না। আমরা আর একটা ছাত্রলীগ তৈরি হতে দিতে পারি না। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে আমরা সংহতি জানাই। ছাত্রদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এদিকে কুয়েটে এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুয়েট শাখার শান্তিপূর্ণ সদস্য ফরম বিতরণে সুপরিকল্পিতভাবে ডামি সাধারণ শিক্ষার্থী সেজে হামলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে অপব্যবহার উল্লেখ করে এর প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে জবি ছাত্রদল।

এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের নেতা-কর্মীরা।

আরএস