ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে নিউট্রিশন ক্লাব (IUNC) পুনঃপ্রতিষ্ঠা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী সমীর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী তন্ময় রাজ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি ও নিউট্রিশন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং নিউট্রিশন ক্লাবের সুপারভাইজার অধ্যাপক ড. শেখ শাহিনুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. শাম্মী আক্তার নিউট্রিশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন।
নিউট্রিশন ক্লাবের মেন্টর হিসেবে রয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাবেক শিক্ষার্থী ও পূর্ববর্তী কমিটির তিনজন কার্যনির্বাহী সদস্য। তারা হলেন, মো. রমজান আলী (১৬তম ব্যাচ), উপজেলা নিউট্রিশন কো-অর্ডিনেটর, শেড, কক্সবাজার; মো. বিল্লাল হোসেন (১৭তম ব্যাচ), লেকচারার, ফুড ইঞ্জিনিয়ারিং ও নিউট্রিশন সায়েন্স বিভাগ, স্টেট ইউনিভার্সিটি, বাংলাদেশ ; মো. রাকিবুল ইসলাম (১৭ তম ব্যাচ), নিউট্রিশন ফ্যাসিলিটেটর, ইউনিসেফ বাংলাদেশ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান ফাহিম ও মো. আল-আমিন, যুগ্ম সম্পাদক জুনায়েদ মিয়া ও ফাহিমা রহমান, অফিস সম্পাদক মাহিন ইব্রাহিম, সহকারী অফিস সম্পাদক উম্মে রামিম জান্নাত, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান ও শর্মীয় শোরা, অর্থ সম্পাদক ইহতেশাম বিন আজাদ, সহকারী অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন, আইটি ও যোগাযোগ সম্পাদক মো. সদাদ সায়েম, সহকারী আইটি ও যোগাযোগ সম্পাদক তাজনুবা রহমান, এইচআরএম সম্পাদক জেসমিন আখতার জুই, সহকারী এইচআরএম সম্পাদক আরিফুল ইসলাম এবং সহকারী এইচআরএম সম্পাদক সুরাইয়া আক্তার নিশা।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে আছেন ফিরোজ আহমেদ, শাজিদ খান, নাহিদা আফরোজ আশা, আলিজা আলমাস স্রাবণী, মো. মতিউর রহমান, খালিদ হাসান সাইকাত, তাসনিয়া রাশিদ মৌসুমী এবং ফাহমিদা ইয়াসমিন খুশবু।
কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান ফাহিম, মো. আল-আমিন ইসলাম, ফাহিমা আক্তার বৃষ্টি, জুনায়েদ মিয়া, মাহিন ইব্রাহিম, উম্মে রামিম জান্নাত, হাসান তারেকসহ আরও অনেকেই।
সাধারণ সম্পাদক তন্ময় রাজ বলেন "নিউট্রিশন ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে"।
নিউট্রিশন ক্লাবের নবনির্বাচিত সভাপতি সমীর বিশ্বাস বলেন, "নিউট্রিশন ক্লাব আমাদের স্বাস্থ্য, পুষ্টি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই মিলে কাজ করব স্বাস্থ্যকর জীবনধারা, সঠিক পুষ্টি ও খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে"।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (BIID) ফাউন্ডেশন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (এএনএফটি সোসাইটির) যৌথ উদ্যোগে করোনা পরবর্তী সময়ে দীর্ঘদিন অকার্যকর থাকার পর নিউট্রিশন ক্লাব ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ পুনরায় কার্যকর করা হয়।
আরএস