খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পবিপ্রবির নতুন কমিটি

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম

খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আসিফ মাহমুদ কৌশিক, সহ-সভাপতি নুর এ আলম (শান্ত), এবং সাধারণ সম্পাদক হিসেবে তাসিন আলম রাফি।

এ কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার সমিতির উপদেষ্টা প্রফেসর ড. নুরুল আমিন ও তৌফিক হাসান এবং সাবেক সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারিহা ইসলাম, আরেফিন, আবিদ মীর, মোহাম্মদ নূরুন্নবী, আহমেদ হোসেন ইজাজ, তানভীর লিখন, সুমাইয়া আক্তার শিমু, ফারজানা আফরিন ইভা, তাসফিন সামি সাচ্চু, রাফিয়া রায়ান, ইয়াসির আহমেদ কৌশিক, কোষাধ্যক্ষ নুসরাত জাহান নাজিয়া, এবং অর্থ সম্পাদক ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নিলয়।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিপ্রবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি তেমনই একটি ছাত্র সংগঠন।

ইএইচ