নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ইবির বাস, আহত ১৫

ইবি প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:৪৮ পিএম

কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী বহনকারী ভাড়াকৃত সুহাইল নামের একটি বাস বিত্তিপাড়ায় উল্টে গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অতিরিক্ত গতির কারণে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৃত্তিপাড়ায় রাস্তার ডান পাশে উল্টে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে প্রশাসনের মাধ্যমে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, অতিরিক্ত গতির ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে ড্রাইভারের অসতর্কতার জন্য যাতে শিক্ষার্থীদের এমন বিপদে না পড়তে হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে আমি তখনই ঘটনাস্থলে গিয়েছি। আহতদের কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। মেডিকেলে সার্বক্ষণিক একটা অ্যাম্বুলেন্স রাখা আছে জরুরি প্রয়োজনে। আহতদের সংখ্যা এখনও সঠিকভাবে বলা যাচ্ছেনা আনুমানিক ১২ থেকে ১৫ জন আহত হয়েছে।  

বিআরইউ