জবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ আগামী সপ্তাহে

জবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৪:৩০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা।

অধ্যাপক সানজিদা ফারহানা বলেন, "কিছু টেকনিক্যাল কাজ এখনো বাকি রয়েছে। টেকনিশিয়ানরা সময় দিতে পারছে না, ফলে শিডিউল পেতে দেরি হচ্ছে। আমরা প্রস্তুত ছিলাম, আশা করছি আগামী সপ্তাহেই ফলাফল প্রকাশ করা যাবে।"

অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, "ফলাফল প্রকাশের কাজ চলছে। ‘ডি’ ইউনিটের ফলাফল আগামী শুক্রবার বা শনিবার প্রকাশ করা হতে পারে। এছাড়া ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফল আগামী ২০ মার্চের মধ্যে প্রকাশ করা হবে। যেহেতু আমাদের লিখিত পরীক্ষা ছিল, তাই খাতা মূল্যায়নে কিছুটা সময় লাগছে। শুধুমাত্র এমসিকিউ থাকলে আরও দ্রুত ফল প্রকাশ করা যেত।"

গত ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৫ ফেব্রুয়ারি এ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইএইচ