শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৫:৩২ পিএম

নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার।

আগামীকাল (৫ মার্চ) বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা এখন ২১।

আরএস